তুমি যাকে বেশি আশা করবে সে
তোমাকে বঞ্চিত করবেই এবং খুব বেশি কষ্ট দিবে।
আর নিজকে কখনো অযোগ্যদের কাতারে রেখো না।
সুতরাং যে তোমাকে মূল্য দিবে না
তাকে ছুঁড়ে ফেলে দাও ডাস্টবিনের আবর্জনায়,
মূল্যবান ফলবান বৃক্ষের গোড়ায়
আগাছা এমনি জন্মায়।