তুমি যতই নিজকে
আড়াল করোনা কেন
আমি তোমাকে আমার
মনের চোখ দিয়ে দেখেছি।
আর দেখেছি তোমার চোখে
ভালবাসার আকুতি।
আর আমি পেয়েছি,
তোমার সুগন্ধি, পারফিউম।