ভবের নৌকায় উঠিয়া আমি
পাইনা খুঁজে তীর,
কোন কূলেতে ভীড়লে আমি
পাব সুখের নীড়।