জানা অজানার মাঝে বন্ধু
কতকাল থাকবি পড়ে,
ভবের মায়া সাঙ্গ হলে
যাবি তুই অচিনপুরে,
রসুল প্রেমে না মজিলে
কোন সাধনে পাবি তারে?