একটি আক্ষেপ, একটি ক্ষুধা তীব্র হয়ে আছে।
সেটা হয়তো আমি আপনাকে
কোনভাবেই বুঝাতে সক্ষম হবো না।
আপনি তো ভাললাগার ই একজন
ভালবাসার এবং পছন্দের একজন।
হয়তো এটাই আমার নিয়তি,
নইতো আমি তো আপনাকে পেতে পারতাম।
বাস্তবতা হলো এখন আক্ষেপের আগুনে
জ্বলেপুড়ে যাওয়া ছাড়া যে,
আর কিছুই করবার নেই।
কিন্তু আমার তো খুব বেশি চাওয়ার নেই,
যেটা আমি বলেছি এবং বুঝাবার চেষ্টা করেছি বারবার।