আমি আর ফিরে আসবো না
এই কুয়াশাচ্ছন্ন সকালের মিষ্টি রোদে,
ঘাস থেকে যেভাবে ঝড়ে পড়ে শিশির
আমিও কোন একদিন ঝড়ে পড়বো এভাবে।
আর গভীর কুয়াশায় ঢেকে যাবো,
আর কোনদিন ফিরে পাবেনা আমাকে।