বেশিদিন হয়নি তোমাকে দেখেতেছি
তবুও যেন মনে হয়
তোমাকে চিনি হাজার বছর।
বেড়ে যায় তোমাকে দেখিবার স্বাদ
বেড়ে যায় আকুতি।
তাহলে কি তোমার প্রেমে পড়েছি?