আমি তো বসেই আছি একা, শূন্যতাই
জলহীন বালুচরে।
কেহ নাই দীর্ঘ নিশ্বাসে-
একা রহিনু পড়ে, তপ্ত বালুচরে।
দেখা যায় দূর-দূরে, ঝিকিমিকি বালুচরে
যেন রত্ম বিছানো চারিদিক।
রত্ম নয়, রত্ম নয়, দেখেছি ভুলে
সূর্যের আলোয় বালু ক্ষণিক হেসে।
কল্পনায় সুখ দেখে বসে আছি বালুচরে
কবে পাব রত্ম সেই সুখে!