এ রূপ তুমি কিসে সাজালে
কিসে হলে রঙিন,
একি প্রেমের পরশে।
আমারই চোখের ঝলকে
তুমি পেলে রূপের পরশ।
আমারই আবেগ,
আর প্রেমের পরশে।