হে বন্ধু, কি আশায় বেঁধেছো ঘর
এত সুখের স্বপ্ন কিসের লাগি
জান কি তুমি জীবনের তরী
ভিরিবে কোন কূলে?

হে বন্ধু, পার্থিব সুখ ছলে
তুমি কি ভুলে নেই
অফুরন্ত ভালোবাসার মিলনের সুখ।

হে বন্ধু, ক্ষনিকের পৃথিবীতে প্রাসাদ গড়ে
ভাবি এই আমার সুখের স্বর্গ
প্রকৃত সুখ তো অনন্ত জীবনে।

হে বন্ধু, পরজীবনের মহামিলনের দিনে
বিধাতা যদি থাকে তোর পাশে
ভয় নাহি রে পাবি, সুখ অফুরন্ত।