সোমালিয়া, ইয়েমেন, সুদানের দুর্ভিক্ষে
ডুকরে কাঁদছে মানবতা।
জীবন্ত মানুষ ছিড়ে খায় শকুন
নিরন্নের পেটে খাবার নেই
পেটের সাথে পিঠ গেছে মিলিয়ে।
স্বজাতিদের রাখেনা কেউ খবর
আরবরা তাদের আভিজাত্য আর
সামাজ্য নিয়ে বসে আছে।
প্রাসাদসম অট্টালিকা দালানের
প্রতিটি ইট যেন স্বর্ণে মোড়ানো।
ভোগ বিলাসের সমারোহে শুয়ে আছে
তুলতুলে নরম বালিশে।
এ যেন স্বপ্নের কোন এক দেশ,স্বর্গরাজ্য।
কোথায় তাবৎ আরবের ধনী দেশগুলো?
ভোগ বিলাসের পর তোমার হাতে
তসবিহ আর জায়নামাজ!
স্ব-জাতিদের ক্ষুধার্ত রেখে
তোমরা স্বর্গে যাবে?
মনে রেখ মুসলমান,
নিশ্চয় তিঁনি সেদিন ইনসাফ করবেন।