দেহকে পরিহার করেছি স্বজ্ঞানে
প্রবেশ করেছি আত্মার নিবিড় বনে,
শাশ্বত সত্তার খুঁজে অবিরত ছুটে চলা।