পিছনে ফিরে তাকায়নি
মো: সোহেল মাহমুদ
জীবনের পথচলায় কিছু বিষয় ভাবনার বিষয় হয়ে দাঁড়ায়
জীবনে কারো সাথেই বুঝি সর্ম্পক স্থায়ী হয় না।
প্রত্যেকের জীবনেই পৃথিবীর রঙ্গমঞ্চে
বিচিত্র ঘটনার সমাবেশ
তবুও আমার মত চিন্তাশীল মানুষ কতজন?
এইতো জন্ম থেকে কত মানুষের সাথে পরিচয়
কত মানুষের ভালবাসা পেয়েছি
কত মুখ আমার সামনেই ছিল
আমি চিনতে পারিনি।
তাদের অনেকেই এখন আমার সামনে বর্তমান
আবার অনেকেই কালে হারিয়ে গেছে
স্নেহের প্রতিদান দিতে পারিনি।
কালে কালে কত মানুষের সাথে সম্পর্ক
আবার নিত্য পরিচয়
অনেকের সাথেই দীর্ঘ পথচলা
আবার অনেকের সাথেই চিরবিচ্ছেদ।
উঁকি দেয়া জীবনের এই ভাবনাগুলো
সময়ের সাথে হারিয়ে যায়
এতসব ঘটনার স্রোতে
জীবন কি থেমে থাকে?