তোরা মানচিত্রটাকে চিবিয়ে খাবি?
মো: সোহেল মাহমুদ
কত স্বপ্ন আর ভালবাসায়
বাংলাদেশটাকে গড়তে চেয়েছিলাম
কিন্তু তোরা কি অন্যায়ভাবে
আমাকে ক্ষতবিক্ষত করলি।
যড়যন্ত্র আর হিংস্র থাবায়
এভাবে তোরা আমায় বাণ দিলি।
ভাল কিছু করার ক্ষমতা নেই বলে কি
তোরা মানচিত্রটাকে চিবিয়ে খাবি?
নিরন্ন মানুষকে তোরা খাবার দিতে না পারিস
তাই বলে তোরা তাদের পেটে লাথি মারবি!
দুর্ভাগ্য আমার, দুর্ভাগ্য বাংলাদেশের
যারা দুর্নীতি আর অন্যায়ে মশগুল থাকে
এখন দেখি তারাই জয়ী।
পাপে যেন দেশটা কালো অন্ধকারে ডুবে যাচ্ছে।
অন্যায়কারী, ষড়যন্ত্রকারী, পাপীরা
যতদিন নিপাত না হবে
ততদিন এদেশে ভাল ফলন হবে না।
অভিশাপ তাদের উপর
যারা বাংলাদেশকে করুণার পাত্র বানিয়েছে।
এসব মানুষের জন্য আজীবন
আমার কলম স্রোত বইবে
এ আমার অঙ্গীকার -
ধ্বংস হোক মিথ্যা ও অসুন্দর ...