অনেক কথায় বলতে ইচ্ছে করে,
এ হৃদয় ধূ - ধূ বালুচরের মতই হাহাকার
করছে, তোমার তৃষ্ণায়।
প্রিয়তমা, কেন আমাকে দূরে সরিয়ে দিচ্ছো,
ভালবাসার শরাব আমাকে একটু পান
করতে দাও।