তোমার সকল অবহেলা, অবজ্ঞা যে-
আমি ভুলে যায় তোমার একটি হাসির ঝলকে।

বিমর্ষ-বিমূর্ত প্রতিটা রাতই তোমার ভাবনায়
দীর্ঘ হয়, যেন শেষই হতে চায় না।

প্রতিটা দিনই আমি নতুন করে জেগে উঠি;
তোমাকে পাবার স্পর্শেই আশায়।