বন্দী জীবন
মো.সোহেল মাহমুদ

কতটা বিষাদময়,
ক্লান্তিময় জীবনে আছি
স্বাধীন আছি
তবু যেন মুক্তি নেই!
একটুখানি সুখ পাবো বলে
মনের সাথে যুদ্ধ করছি।
কত ভাবনা বেদনা আছে মনে
মুক্তি কি মিলবে না!