হে মুসলমান,
তুমি কি ভুলে গেলে
সিরিয়া, ইয়েমেন, ফিলিস্তিন
শিশুদের করুণ আর্তনাদ।
নির্যাতিত এই শিশুদের
দেয়নি কেউ এতটুকু শান্তনা!
বুভুক্ষু এই শিশুদের মুখে তুলে দেয়নি
কেউ এক মুঠো খাবার!
হে মুসলমান,
আজ তুমি অসহায় হয়ে
তাঁকে ডাকছো!
তোমার এই লোক দেখানো কান্নায়
খোদা কেন ভুলবে?