আমাকে ভিন্ন গ্রহের মানুষ মনে করোনা
মনে করোনা কোন এক জন্তু জানোয়ার,
গ্রেনেড আর বুলেটে আমি হয়েছি ছাই ভষ্ম,
তবুও বেঁচে আছি একটি সুন্দর দিনের অপেক্ষায়।
কে দেবে আমাকে আশ্রয়?
আর একটু খানি খাবার।
কবে পাবো বাঁচার অধিকার
একটুখানি স্বাধীনতা?
বিশ্ব বিবেক জবাব দাও?