রক্তাক্ত ফিলিস্তিন
মোঃ সোহেল মাহমুদ

হায়রে অভাগা ফিলিস্তিন
নিজ দেশে এখন তোমরাই পরবাসী
আল্লাহর করুণায় ধন্য ফিলিস্তিন
পবিত্র মাটি জেরুজালেম
আজ তুমি কাদের কবলে পড়েছ।
পশ্চিমারা এক হয়ে সাফাই গাইছে ইহুদীদের
ইসরাইলের হিংস্র থাবায় বাদ যায়নি শিশুরাও
কারো মাথা ফেটে বেড়িয়ে গেছে মগজ
টুকরো টুকরো করা হয়েছে শরীর
পবিত্র মসজিদ কিংবা হাসপাতাল
কোথায় নেই তাদের বর্বরতা!
যুগ যুগ ধরে একি সংঘাত
তারা শান্তি চায় নাকি যুদ্ধ
ইহুদী রাষ্ট্র বানানোই তাদের লক্ষ্য
মদদ দিচ্ছে পশ্চিমারাষ্ট্র।
বিধর্মীদের নীল নকশার শিকার আজ ফিলিস্তিন
বেদীনরা কি চায়
মুসলমানেরা নিশ্চিহ্ন হোক!
এজন্যই তাদের এত আয়োজন?
ইহুদীর বাচ্চারা তোরা চালিয়ে যা হিংস্রতা
তবে জেনে রাখিস
তোদের সময় ফুরিয়ে এসেছে
তোরা তো স্রষ্টার সাথে লড়তে এসেছিস।