কোন একদিন
অজানা পথ ধরে
হারিয়ে যাবে বন্ধু তুমি,
আমিও হারিয়ে যাব একদিন
তবুও তো ঘটেছিল
মনে পড়ার মত কিছু ঘটনা।