তোমার-ই প্রেমে
স্পন্দিত এই দেহ,
মনের গহীনে তোমারই
প্রেমের ফল্গুধারা।

তোমারই জ্যোতিতে উদ্ভাসিত
আমার এই মন।
আপন সনে
তুমি খেলছো খেলা
নির্জনে নির্জনে।

তবুও  অন্ধ পাইনা
তোমার দেখা।