যে নবীর নূরে সবকিছুই হল অস্তিত্বের অধিকারী।
যে জ্ঞানের আলোতে সবাই হলো জ্ঞানপ্রাপ্ত।
তার জ্ঞানের সীমা কি মহাসমুদ্রের সমতুল্য?
নাকি বিজ্ঞান সমতুল্য? নাকি তার চাইতেও বেশি?
হযরত মুহাম্মদ (সা:) হলেন এমন জ্ঞানের অধিকারী
যার জ্ঞান কেবল পুঁথিগত বিদ্যায় সীমাবদ্ধ নয়,
বরং তার জ্ঞান মহাসমুদ্রের উচ্ছ¡ল তরঙ্গের চাইতেও বেশি।
আর বিজ্ঞান যেখানে শেষ সেখান থেকে তার জ্ঞান শুরু।
মহাসমুদ্র এবং বিজ্ঞান তো কিছুই নয়।