হৃদয় দিয়ে দেখি অন্যরকম ভালবাসা!
বোনের স্নেহ মাখা হাত-ই হতে পারে
ক্ষুধা নিবারণের শান্তনা!
ভালবাসার সংজ্ঞা হতে পারে,
কিন্তু বেঁচে থাকার সংজ্ঞা হলো
কেবলই বাস্তবতা।
জীবন সংগ্রামে পরাজিত হতে নেই;
তা না হলে জীবনটাই সংশয়ে পড়বে।