মিথ্যা পন্থার মোহে পড়ে
সত্য হলো ক্ষয়,
মিথ্যা রায়ে কতো জনে
অসীম দুখে রয়।
মিথ্যা দিয়ে সত্য ঢেকে
ভাঙছো কেনো মন,
সত্য কথা বললে তুমি
ক্ষয় হবেনা ধন।
পূণ্য লাভে সত্যের খোঁজে
পাবে সুগম পথ,
মিথ্যা জালে বন্দী হলে
অমূল্য হীন রথ।
সত্যের পথে অটল থেকে
মিথ্যা করো নাশ,
তা নাহলে কঠিন হবে
নির্মম পরিহাস।
সত্য টা'কে মাটি দিয়ে
করলে জীবন পার,
বুঝবে তখন পরপারে
ধরবে যখন ঘাড়।
রচনাকাল–০২-১২-২০২০