আসিবে বাহার অনুভূতি মোর
কুসুম ভরিবে কাশে,
ঝরে ঝর ঝর তুষার পরিবে
আমারি দুয়ার পাশে,
বাদলের তাড়া মুছিয়া সকল
উঠিবে হরষে রবি,
তুলির আঁচড়ে নরপতি প্রভু
আঁকিবে ধরার ছবি।
আসিবেই ছিরি কান্তার গিরি
রূপের লহমা সাজি,
দেখিতে পুলক এই তনুমন
খেচরের মেলা আজি।
রঙিন আভায় চন্দ্র তারকা
গগনে নীরদ ভেলা,
রবির কিরণে নীরস ভূমির
শক্ত মাটির ঢেলা।
আহা অপরূপ রূপ লাবণ্য
দেখিতে এ মন জাগে,
মধু-মক্ষিকা তালাশে মধুর
ছুটিবে কুসুম বাগে।