সাড়ে তিন হাত চৌদ্দ পোয়া
চোরাশি ক্রোশ ঘরে,
স্বর্গ নরক দুই স্থানে
দেহ বিরাজ করে।
বিধির বিধান স্রষ্টা ভুলে
নিজের মতো চলে,
বুঝবে তুমি ঐ নরকে
বিপথগামী হলে।
মিথ্যার বশে ঘুরে বেড়াও
মানছো কি যে ধর্ম,
গীবতের সুর মুখে নিয়ে
কেমন তোমার কর্ম।
ক্ষণিকের এই মানব জীবন
লীলাভূমির তরে,
স্বভাবে তার স্বর্গ নামক
বিলুপ্ত হয় ঝড়ে।
ব্রহ্মতে আজ ধরাধামে
নিজের করে ক্ষতি,
শ্বাস বায়ুটা গেলেই উড়ে
কি হবে ভাই গতি।