ওই যে তীরে জাগিল নবারুণ ওঠরে নবীন প্রাণ,
ক্রান্তিলগ্নের নাশিয়া প্রলয় গাও রে জয়ের গান।
চল রে নবীন মোক্ষ পথে
ওই ভাঙনের কবল হতে
ন্যায়সূচি হোক জীবনরথে
চালাও অভিযান!
ঘোর তমসার আঁধার টুটি আনরে আলোর বান,
অরুণ প্রাতের তরুণদল জাগ রে তোরা বিহ্বল,
দেশ মৃত্তিকার বীর সেনানী পূর্ণ কর রে শতদল।
পড় রে গলায় মাল্য গাথা
মাদুর ভরা কাঁদন পাতা
শত্রু ধ্বংসে তুল রে মাথা
দে ধরে দে টান!
পাতাল ফেটেই মুক্ত স্বাধীন আন্-রে মহীয়ান।
গর্জে উঠ রে তরুণ জওয়ান প্রবীণ ধরো হাল,
নবীন নায়ের নবীন হাওয়ায় উড়াও নবীন পাল।
পুলকে উঠুক অরুণ ঢালা
জ্বালরে তোরা আগুন জ্বালা
ঐ কারার ঐ ভাঙরে তালা
গাও প্রভাতের গান!
দে পিষিয়া পায়ের তলায় পীড়নকারীর মান।