স্বার্থ খোঁজে বেড়ায় যারা
আপন করে পর,
লোভ লালসা মগ্ন হয়ে
গড়ে পরের ঘর।
কিছু পাওয়া আশায় থাকে
শুধু সারাক্ষণ,
চাওয়া পাওয়া না মিলিলে
ভাঙ্গে তারা মন।
টাকার গন্ধে কাছে এসে
কতো আপন হয়,
স্বার্থ আদায় হলে পরে
অনেক দূরে রয়।
নিজের ভেবে পর পকেটে
সদায় রাখে চোখ,
কোন দিন বুঝতে চাইনা
অন্য জনের দুখ।
স্বার্থ নিয়ে ঘুরছে যারা
করছে সুখে বাস,
কতো জনের জীবন'টারে
করলো তারা নাশ।