মাথার অলক দিয়াছে ঝলক
আলতা রাঙানো পায়,
দেখেছি কাহারে রূপের বাহারে
বারেক ফিরিয়া চায়।
আহা যে রমণী কাহার স্বজনী
অপরূপা রূপ সাজে,
বালুকাবেলায় মোর বসুধায়
পায়ে শিঞ্জিনী বাজে।
এলোকেশী চুল কানে দুলে দুল
হেলিয়া দুলিয়া যায়,
মৃদু দু'টি পায়ে দখিনের বায়ে
কোন সে ষোড়শী ধায়?
জাগে শিহরণ মোর প্রতি ক্ষণ
করেছে পরাণ ক্ষয়,
আসিলো পবন পুড়া এ দহন
অংশু করিলো জয়।
ওহে গো মাধুরি রূপের আদুরী
মুছিয়া দাও গো ঘোর,
আসিলে জীবনে বাঁধিব বাঁধনে
রাখিব খুলিয়া দোর।