এক গায়ে এক রাজা ছিল
মস্ত বড়ো বীর,
গণ্ডা দশেক মণ্ডা মিঠাই
আহার সারেন ক্ষীর।
পেষণ করে সাতমণ তেল
কাজল কালো গায়ে,
স্নান করে সে ডুব সাতারে
এঁদো পুকুর নায়ে।
এক ঘুষাতে মারেন হাতি
বাঘ মারে এক ঢিলে,
লম্ফ দিয়ে চিল ধরে সে
কাঁপায় পশুর পিলে।
বলব কি ভাই বীরত্ব তার
চড়ে মারেন মাছি,
আরশোলারা উল্টে পড়ে
যখন ছাড়েন হাঁচি।
বলি কি আর ভাঙে আবার
এক ঘুঁষাতে ঢাল,
গিনেস বুকে নাম লিখালো
রাজা নন্দলাল।