ষড়‌রিপুর তেজি রাগে
মস্ত বড়ো ভুল,
‌হারায় গতি মন্দ মতি
যায় হারিয়ে কূল।

ক্রো‌ধে আনে বি‌বেক শূন্য
ক্রোধে কমে হুঁশ,
জঞ্জা রাগে বিলুপ্ত হয়
‌বিনাশ প‌রে খোশ।

জ্ঞানী গুণী বিজ্ঞ জনের
শান্ত শিষ্ট মন,
সৃ‌ষ্টি কা‌জে সফল কামী
‌ধৈর্য ধ‌রে রণ।

ভাল কাজে জ্ঞান ল‌ভি‌তে
উত্তম একটি পথ,
তুচ্ছ হলে ক্রোধের অনল
অমূল্যহীন রথ।

উগ্র রাগী পশুর তুল্য
প্রবাদ বলে তাই,
একূল ওকূল শূন্য দুকূল
সকল কিছু ছাই।