জ্যান্ত দেহের দাম কত আজ বলতে পার ভূপাল?
বলবে কি আজ নিঃস্ব প্রজা পুড়ছে কেন কপাল?
জানবো কি ভাই? বুদ্ধিমত্তার অমূল্য কেন্ আজ?
কোন্ গাণিতিক  পদ্ধতিতে  গোনছো  দেখি লাশ!

মূল্যবোধের সংজ্ঞা কি আজ বলবে জগৎ স্বামী?
বলবে কি আজ ধর্ষিতা বোন  কেমন হচ্ছে দামী?
দেখতে কি পাও  বৃদ্ধাশ্রমে  কাঁদছে  পিতা রাতে?
আর কতদিন গুনবে কাঁকর মোটা চালের ভাতে?

রক্তের-গঙ্গায়  এই সরণি  করবে  কতো পিছিল?
আর কতকাল  বসবে মাঠে  রণাঙ্গনের  মিছিল?
আর কতকাল  ভণ্ড ভূপাল  খাজনা  তুলে খাবে?
আর  কতদিন  ঐ আঁতেলের  নাচন দেখে যাবে?