ধরাধামের মালিক যে'জন
মানব জাতি করলো সৃজন
কি অপরূপ সাজে,
বন বনানী জীবর মেলা
নিপুণ হস্তে অসীম খেলা
কল্প কারুর কাজে।
দিনমণি তার ছড়ায় আলো
দিবস দিয়ে গোছায় কালো
বান ডেকে যায় মনে,
কালো মেঘে আকাশ ভাসে
হঠাৎ করে রৌদ্র হাসে
এক নিমিষের ক্ষণে।
গ্রহ সূর্য চন্দ্র তারায়
ঝর্ণা নদীর বারি ধারায়
মন কাড়া এই দৃষ্টি,
নানান বৃক্ষের এই'না ভূমি
ফুলে ফলে পাচ্ছো তুমি
মহান প্রভুর সৃষ্টি।
তার হুকুমে জঠর ধরে
পিতা-মাতার বক্ষে ভরে
দিলেন বেঁধে নীতি,
এই ভূবণে মিথ্যা লীলায়
সঠিক রথে ভূতে কিলায়
গাচ্ছি না তার গীতি।