বুঝলি নারে প্রাণ পাখি তুই চিনলি না তো মোরে।
না জানি তুই গেলি কোথায় দিলি আমায় ছুঁড়ে।
মন পিঞ্জিরায় যতন করে,
পুষলাম রে মোর বক্ষ ভরে!
ভাবিনী গো কোনোদিন তুই উইড়া যাবি দূরে।
বুঝলি নারে প্রাণ পাখি তুই চিনলি না তো মোরে।
বুঝলি নারে প্রাণ পাখি তুই, চিনলি না তো মোরে।
ছাই হয়েছে তোর বিহনে দহন এই মোর পুড়ে।
দিন-রজনী কতো ডাকি,
অশ্রু জলে ভরাই আঁখি!
জং ধরিলো বক্ষ আমার বিষাদ ব্যথার ঘোরে।
বুঝলি নারে প্রাণ পাখি তুই চিনলি না তো মোরে।
বুঝলি নারে প্রাণ পাখি তুই চিনলি না তো মোরে।
কিসের আশায় দিলি ভাসায় গেলি রে তুই উড়ে।
কার হৃদয়ে বাঁধলি বাসা,
ভেঙে রে মোর মনের খাঁচা!
পূরণ করিস ইচ্ছে খেলা কার অধীনে ঘুরে?
বুঝলি নারে প্রাণ পাখি তুই চিনলি না তো মোরে।