হে মুসাফির ক্ষণিকের বেলায়
রহিয়াছো কোন হালে,
দিন গড়িয়ে আসিলে সন্ধ্যা
তব আছো কোন কালে।

ক্রমো হাড়ের ধরিলো যে ঘুণ
চামড়া গিয়াছে ঝুলে,
শেষ পারানির কড়ি যোগাড়ে
রহিয়াছো নিজ ভুলে।

জনম ফুরালো বৃথা আবেশে
মরীচিকার ঐ পিছু,
সাজালে তব শখের বাগান
থাকিবে না তব কিছু।

ছাড়িয়া তব রঙিন নিবাস
যাইতে তোমারি হবে,
যাবারি বেলায় রয়ে যাবে সব
মিছে মায়ার এই ভবে।

পান্হশালার শ্রান্ত পথিক
ফিরিবার সময় হলে,
নিশিতে যাপনে যুগল স্বপনে
গড়িয়াছো কোন ছলে.?