পাপিষ্ঠে আজ পাপের বোঝা
পাহাড় সম করে
পরের ভালো চালচলন তার
পছন্দ নয় পরে।

পঁচাত্তর এর গল্প শোনায়
পাকিস্তান'কে নিয়ে,
পাক বাহিনীর গুনগান গায়
পতাকা বাদ দিয়ে।

পাকা কথায় মাথা ব্যাথা
পরের ঘাড়ে চাপে,
পরের ধনের লোভ করে'সে
পরের জায়গায় মাপে।

পঙ্গপালের ভঙ্গি দেখি
পই পই করে চলে,
পুরুষত্ব হারবে যেই তার
পচনরোধক ঢলে।

পাপের পথে বাপ বাঁচে না
পরিস্থিতির তরে,
পাক পবিত্র পথ খুঁজে নাও
প্রভুর হাতটি ধরে।