জনম গেল ছাইয়া আমার
পরের ঘরের ছা'নি,
দেখছি চাইয়া গেল ক্ষইয়া
নিজের চালা খানি।
বাইলাম বৈঠা পরের তরীর
বাইন্ধা নিজের তরী,
আইসা দেখি তরী আমার
জলে গেছে ভরি।
পরের ভূমির ধান কাটিয়া
ভইরা গেছি গোলা,
শূন্য পাতিল আমার ঘরে
আগুন বিহীন চুলা।
খাইট্টা গেছি কলুর-বলদ
পকেট খানা ফাঁকা,
শেষ করিলাম জীবনধারা
আর চলে না চাকা।
জনম ভরে ঢালছি কায়া
অন্যের বিপদ দেখে,
মোর বিপদে চাইলে কিছু
তেল বেগুনে হেঁকে