রূপ লাবণ্য পাহাড় ঘেরা-
তার মাঝে এই ঝর্ণা দ্বারা,
বৃক্ষ লতার সবুজ পটে- ধবল সাদা কাশে-
পাহাড় ঘেরা রূপ-লাবণ্য পল্লী ভালোবেসে।
জল পাথরের দৃশ্য দেখে-
যাচ্ছে জীবন অঙ্গে মেঁখে,
নীলচে হয়ে সন্ধ্যা বেলা মেঘ বালিকা হাসে-
পাহাড় ঘেরা রূপ-লাবণ্য পল্লী ভালোবেসে।
চাক ত্রিপুরা বৌদ্ধ খুমি-
মেলবন্ধনে এই না ভূমি,
দুঃখ সুখে একে অন্যের রই যে মোরা পাশে-
পাহাড় ঘেরা রূপ-লাবণ্য পল্লী ভালোবেসে।