তোমার একটু প্রাণবন্ত প্রণয়ের অপেক্ষায়
আমি কাটিয়ে দিতে পারি অজস্র অমারজনী,
অনাবাদি রেখে নিজেকেই গুঁড়িয়ে ফেলতে
পারি শুষ্ক নীরস মরুভূমির মতো।

তোমায় একটু নিরীক্ষণ করার জন্য আমি ঠায়
দাঁড়িয়ে অপেক্ষা করতে পারি কয়েকটি বসন্ত,
আর তোমাকে লেখার জন্য নিমিষেই পড়ে ফেলতে পারি বেহুলা-লখিন্দরের অমর প্রেমকাব্য।

তোমাকে পাওয়ার জন্য নিজেকে করে
নিতে পারি গৃহবন্দী- আর প্রিয় বিচ্ছেদের
নামে মামলা ঠুকে দিতে পারি ক্ষণকালে।
তোমাকে পাওয়ার জন্য গৃহায়ণ গড়তে করতে
পারি সাহারার বুকে, বালুকার সাথে সখ্যতা গড়ে
কাটিয়ে দিতে পারি আমার যাপিতজীবন।

তোমার উষ্ণ অনুরক্তি পেতে আমি উৎপত্তি
হতে পারি বারংবার, অতঃপর সগৌরবে
নাম লিখাতে পারি আমার "অপেক্ষামান কাল"।