ঝাঁজরা হলো জীবন খানি করলে কথায় খুন,
করলে বিলীন স্বপ্ন আশা রইলো কি আর গুণ,
প্রলোভনে মিথ্যা প্রেমের করলে কতো ছল,
যতই লেখি মন গলে না ছন্দ কাব্যের ঢল।

ভুল করেছি প্রেম করেছি বিধুরা আজ মন,
শেষ করেছি এই জীবনের -সুন্দর একটি ক্ষণ।
স্বপ্নগুলো রঙিন ছিলো কাটতো সুখের দিন,
নীড় হারা আজ উড়ে বেড়াই নিয়ে বিষের বীণ।

খোলা ছিলো মনের দুয়ার আসতে তুমি রাত,
কোন কারণে আমার সাথে পাতলে এমন ফাঁদ।
বিদায় বেলায় তোমার দেওয়া অশ্রু সিক্ত জল,
এটাই বুঝি প্রেমের দায়ে উপার্জিত ফল।

গুনছি প্রহর  দীর্ঘ বছর আজকে আমি শেষ,
ছল- চাতুরির ফন্দি আঁটে দিনটি কাটুক বেশ।
মিষ্টি কথা যতোই বলো দেখাও লোভের পথ,
থেমে গেছে মনের চাকা আর চলে না রথ।

এবার থেকে নিলাম শপথ আর হবে না ভুল
খুঁজবো না আর ভেঙে যাওয়া মরা নদীর কূল,
বামুন হয়ে চাঁদের পানে বাড়াবো না হাত,
ভুলে যাবো অতীত স্মৃতি মিথ্যা প্রেমের স্বাদ।