নাহি শুনিলে মেঘের কান্না বরষা বাদল ধারা,
দেখনি কখনো উদার গগনের নিভন্ত শুকতারা।
ঝলসিয়া হায় বিদারণ হৃদয় পীড়িত মেঘের বুক,
কভু কি দেখছো গগন বিহীন যুবা জলদের দুখ?
বিজুরি রেখা গিয়াছে ছুটে,
শেষান্ত শ্রান্তের প্রান্ত লুটে-
কোন সে বেগে ঝরে ঝরঝর বহিল আপন হারা!
নাহি শুনিলে মেঘের কান্না বরষা বাদল ধারা।।
বেদনা বোধের অশনি লুটায় এই মেদিনীর তল,
মানে নি বারণ ক্রমাগত মেঘ অবিরাম ছলছল।
দেখিতে কি পাও ব্যথাতুর তরু?
গেলো রে ডুবি জলে ভুরু ভুরু-
নিরাশ'মরুর বালুকা কণার দুখে হাসেগো কারা?
নাহি শুনিলে মেঘের কান্না বরষা বাদল ধারা।।
অধরে মেঘের দেখিলে হাসি দেখনি অশ্রুজল,
অবিরাম তাহার বক্ষ পুড়ে বেদনার শতোদল।
বেহুলায় রবি গাহে গো বসি,
আঁধার ভেদিয়া রূপালী শশী-
দূরহতে ঐ দেখিয়াছ রূপ নাহি দিলে তার সাড়া,
নাহি শুনিলে মেঘের কান্না বরষা বাদল ধারা।।