মা জননী প্রাণের খনি
মা'র তুলনা নাই,
সৃষ্টিকারী বিধির পরে
মায়ের হলো ঠাঁই।
শতো ব্যথা সহ্য করে
দেখায় আলোর কূল,
শোধ হবেনা কোনো দিনও
মাখলে চরণ ধুল।
ভূবণ মাঝে মায়ের মতো
কেউ করে'না খোঁজ,
আড়াল হলে চিন্তা তাঁহার
দিবানিশি রোজ।
মায়ের দোয়াই সুফল ঘটে
হয়না কোনো ক্ষয়,
কঠিন যুদ্ধে বিজয় বরণ
করতে পারে জয়।
হাজার দোষ'টি ক্ষমা করে
আপন চোখে চায়,
মায়ের মতো আপন কেহ
কোথায় গেলে পায়।