লকডাউনের দুর্বিপাকে
তুই করোনার জ্বালা,
বন্দি দশায় জীবন যাপন
দরজা দিয়ে তালা।
কর্মজীবির কর্মহীনে
পকেট খানা ফাঁকা,
অসহায়ত্ব রিকশাওয়ালার
জং ধরেছে চাকা।
পরিত্যক্ত শিক্ষাঙ্গন আজ
জন্মেছে ঘাস মাঠে,
বিড়ম্বনায় ছাত্র ছাত্রী
জ্ঞান হারাচ্ছে পাঠে।
স্বপ্ন চাষির বিপন্ন প্রাণ
হা-হুতাশে কাটে,
ধস নেমেছে শস্যকণার
মুখ দেখেনা হাটে।
নতুন রূপে করাল গ্রাসে
দিলিরে তুই হানা,
ধ্বংসিত আজ বিশ্ববাসী
নেই পাতিলে দানা।