কর্ম নিজে ভেবো কেনো
    তুমি অনেক বড়ো,
জীবন সেতো ছোট্ট অতি
     কর্ম দিয়ে গড়ো।

রংমহলের রাজ প্রাসাদে
  আজকে রাজা রানী,
জীবন হলো ধরার বুকে
    কচু পাতার পানি।

মিছে মায়ার ভবের মাঝে
   করছো কেনো হেলা,
কেনো তুমি বুঝতেছো'না
     ডুবে যাচ্ছে বেলা।

যম আসিয়া নিবে একদিন
   জীবন নামের ঘুড়ি,
দেখবে নাতো বৃদ্ধা যুবক
    হও যদি গো কুড়ি।

রোজ হাশরে বিচার দিনে
   যাবে'রে ভাই ফেঁসে,
কর্ম তোমার ভালো হলে
   থাকবে সদাই হেঁসে।