রেপারপাড়ির কালা চোরা
চুরি করে বদনা-লোড়া
রাতবেরাতে ঘুরি,
রাখছে নারে কলের মাথা
হাঁড়ি পাতিল কম্বল কাঁথা
ষাঁড় মহিষের দড়ি।
চুরি করা কালা-র পেশা
তা দিয়ে সে মাদক নেশা
দশ গেরামে ছড়ায়,
বাবা মায়ে করতো জাহির
হয়না কালা ঘরের বাহির
করতে পারি বড়াই।
ধরা পড়ে একদিন কালা
উঠছে গলে জুতোর মালা
দিচ্ছে নালিশ সবে।
খাচ্ছে পীড়ন পাচ্ছে ঝাড়ি
পুলিশ এলো কালার বাড়ি
জেলে দিতে হবে।
বললো বাবায় শুনুন দাদা
ছেলে মোদের সিধে-সাদা
যায় না চুরির ধারে,
শুনুন দাদা আমার কালা
খাইনা তুলে ভাতের থালা
তবুও চাপাই ঘাড়ে।