জাতের পাতে দিচ্ছিস তালা
আলাহ -হরি ভুলে,
কোন মুখে তুই ধর্ম বেচিস
ঈমান মিশিস ধূলে!
দামা বলির দম্ভে পড়িস
জাতকে করিস বিজাত,
কোন বিধানে লেখা-রে তুর
মুসলিম করতে নিপাত?
ভাগ কেন'রে জাত-ভেদাভেদ
ব্রাহ্ম-জ্ঞানে ভরে?
অজাত বলে করলে চৌচির
জাত যাবে তোর মরে।
কিসের এতো জাতের বড়াই
জৈন মাতার কোলে?
আল্লাহ -হরি ঈশ্বর প্রভু
তাকে আনিস তুলে!
হৃদ ছুঁয়ছেনা ওয়াজ নসিহত
যতোই শুনিস বাণী,
কি হবে তোর হরির কৃর্ত্তণ
ধর্মের আঘাত হানি।
পূর্ণ্যতিথির মানপ্রীতির টান
গাঁথবি যখন দিলে,
পূজ্য প্রণাম আত্মশুদ্ধে
রাম রহীম যায় মিলে।