বাড়ির পাশে হরি বাবুর
মস্ত বড়ো ভুঁড়ি,
সকাল বেলায় নাস্তা করে
রুটি লাগে কুড়ি।
অল্প খাওয়া মন ভরে না
খায়'যে তিনি বেশি,
বলে আরও পারি খেতে
হলে মুরগী দেশি।
খিদে পেলে মন জ্বলে তার
ভাজ পড়ে যায় পেটে,
খাবার পেলে সামনে বাবু
খায়'রে বাটি চেটে।
বাইরে কোথাও গেলে বাবুর
দুঃখ শুধু মনে,
ভালো মতো হয়না খাওয়া
চিন্তা তাঁহার ক্ষণে।
সময় মতো পেলে খেতে
মন থাকে তার শান্তি,
সকল দুঃখ দূর হয়ে যায়
কাটে বাবুর ক্লান্তি।