যুদ্ধ হোক- আরেকটি যুদ্ধ!
ধ্বংসস্তুপে দাঁড়িয়ে পোড়া কেতনের ধোঁয়ায়
ভালোবাসার দাবী হাঁকিয়ে বুক সটান করে দাঁড়াবো একটি মৃত সভ্যতার জন্য।
হোক আরেকটি যুদ্ধ–
ঝরে যাক লোহিত শরণে মোহিত কৃষ্ণচূড়া ফুল আর
ফাগুনের রঙ মুছে যাক বারুদে বারুদে,
আকাশ হয়ে যাক নিকষ কালো!
জোছনার বিলাপে কাঁদুক অযাচিত ক্ষুধার চোখ।
একটি যুদ্ধ হোক– ফিরে আসুক নাগাসাকি,
ধনাঢ্যের সৌখিনতা নত করুক নিরীহের কাতারে,
বেজে উঠুক সুনিশ্চিত মৃত্যুর ডামাডোল!
রথি-মহারথিদের ছবি ভাসুক কালের শিয়রে।
ওরা জানুক–
মসির শাণিত ধার কতটা ভয়াবহ হতে পারে!
প্রশংসার ঝুলি না ভরে ওরা বুঝুক- এক ফালি হাহাকারের প্রতিধ্বনি আর দু'মুঠো ভাতের অধিকারে অনাহারীর ভেজা চোখ।
যুদ্ধ হোক- আরেকটি যুদ্ধ।