আঁকলো খোকন হেমন্তের রূপ
আঁকলো গাঁয়ের ছবি,
আঁকলো সকাল দুর্বাঘাস আর
আঁকলো কোমল রবি।
আঁকলো নিখুঁত রং-তুলি তার
আঁকলো ধানের মাঠ,
আঁকলো আরও শিউলি-ছাতিম
আঁকলো পুকুর ঘাট।
আঁকলো খোকন ডিঙির সারি
আঁকলো নদীর-চর,
আঁকলো আমার কৃষাণী মা'র
ছোট্ট কুঁড়ের ঘর।
আঁকলো নিখুঁত লাউয়ের ডগা
আঁকলো শিম আর পুঁই,
আঁকলো বসে আনমনে সে
আঁকলো কাশ আর জুঁই।
আঁকলো খোকন হিম কুয়াশা
আঁকলো বকের ঝাঁক,
আঁকলো আমার শস্য শ্যামল
আঁকলো শীতের ডাক।